ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার 'স্মার্ট বাংলাদেশ' : এস এম আল মামুন

ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার 'স্মার্ট বাংলাদেশ' : এস এম আল মামুন
ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার 'স্মার্ট বাংলাদেশ' :এস এম আল মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

"ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার 'স্মার্ট বাংলাদেশ'। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে উঠবে একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী বাংলাদেশ। চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড ও উত্তর পাহাড়তলী, উত্তর কাট্টলী) বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী এস এম আল মামুন গতকাল সন্ধ্যায় ছলিমপুরস্থ বাসভবনে নৌকার সমর্থনে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় কথাগুলো বলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আকবরশাহ থানা আওয়ালী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মো. রেজাউল করিম বাহার, এইচ এম তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, মো. মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, মো. নাজিম উদ্দীন, সালাউদ্দীন আজিজ সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

সভায় নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী এস এম আল মামুনকে জয়যুক্ত করার আহ্বান জানান।

খালেদ /পোস্টকার্ড;