তৃতীয় দিন শেষ করল ৩১৮ রানে,  তামিমের পর মুশফিক-লিটনের ব্যাটিংশৈলীতে বাংলাদেশ 

তৃতীয় দিন শেষ করল ৩১৮ রানে,  তামিমের পর মুশফিক-লিটনের ব্যাটিংশৈলীতে বাংলাদেশ 
তৃতীয় দিন শেষ করল ৩১৮ রানে,  তামিমের পর মুশফিক-লিটনের ব্যাটিংশৈলীতে বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক ।।

বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে শেষ সেশনে একটি দাপুটে দিন কাটিয়েছে । তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৭ ওভারে ৩ উইকেটে ৩১৮ রান। অবশ্য স্বাগতিকদের হাসি চওড়া হওয়ার পেছনে বড় কৃতিত্ব তামিম ইকবালের। উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন পার করেছেন নির্বিঘ্নে। তৃতীয় দিন তো দশম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিন বছর পর। ঘরের মাঠে বিবেচনা করলে ৬ বছর পর এলো সেঞ্চুরিটি!

প্রথম টেস্টের তৃতীয় দিন পুরোটা সময় কর্তৃত্ব করলো বাংলাদেশ। প্রথম সেশনে বিনা উইকেটে ১৫৭ রানের পর দ্বিতীয় সেশনে পড়েছে ৩ উইকেট। ওই পর্যন্তই! শ্রীলঙ্কা আর বাংলাদেশকে বিপদে ফেলতে পারেনি।

এদিকে তীব্র গরমে দাপুটে ইনিংস খেলতে তামিম ব্যয় করেছেন ৫ ঘণ্টা ৩০ মিনিট। এই দীর্ঘ সময়ে ১৩৩ রানের ইনিংস খেলার পর ক্লান্ত হয়ে পড়ারই কথা। দ্বিতীয় সেশনের শেষ ভাগে তাকে অস্বস্তি নিয়ে ব্যাট করতে দেখা গেছে। তামিম ১৩৩ রান করে ইনজুরির কারণে অবসরে গেছেন। সুস্থ হয়ে তিনি ফিরবেন ব্যাটিংয়ে। তার অনুপস্থিতিতে দারুন ব্যাটিং করেছেন মুশফিক এবং লিটন। তার আগে তিন উইকেট পড়ে যাওয়ার চাপ সামলান মুশফিকের যোগ্য সমর্থনে।

দুজনেই তুলে নিয়েছে হাফ সেঞ্চুরি। মুশফিক ৫৩ এবং লিটন দাশ ৫৪ রানে অপরাজিত আছেন। আগামীকাল এদুজন আবার ব্যাটিংয়ে নামবেন। যদিও শ্রীলংকার প্রথম ইনিংসের চাইতে এখনো ৭৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর তৃতীয় দিন শেষে:

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে: ১৫৩ ওভারে ৩৯৭ (ম্যাথুজ ১৯৯, চান্ডিমাল ৬৬, মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০, তাইজুল ১/১০৭)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭ ওভার শেষে ৩১৮/৩ (মাহমুদুল ৫৮, তামিম ১৩৩ (রিটায়ার্ড), মুশফিক ৫৩*, লিটন ৫৪*; রাজিথা ২/১৬, আসিথা ৫৫/১)।

খালেদ / পোস্টকার্ড ;