থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু
থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু

জিল্লুর রহমান, সিলেট ।। 

বাংলাদেশের মেয়েরা জয় দিয়েই নারী এশিয়া কাপ অভিযান শুরু করেছে । ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আলো দারুণ পারফরম্যান্সে ঠিক মতো লড়াইও করতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। তাদের ৮৩ রানে থামিয়ে দিয়েছে নিগার সুলতানার দল। 

শনিবার (১ অক্টোবর) ঘরের মাঠে নারী এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গেছে ১১ দশমিক ৪ ওভারেই। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শামিমা সুলতানা। মাত্র ৩০ বলে ১০টি চারের সাহায্যে ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তার বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নোঙর করান ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।  

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১১ রান দিয়ে নেন ২ উইকেট, আরেক বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাও ১১ রান দিয়ে ধরেন ২ শিকার। সোহেলি আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অভিজ্ঞ সালমা খাতুন ৪ ওভারে ১৮ রান খরচায় পান ১ উইকেট।

খালেদ / পোস্টকার্ড ;