দিল্লিতে আজও জনস্রোত ,পুলিশকে ফাঁকি দিয়ে মিছিলে ভীম আর্মি প্রধান

দিল্লিতে আজও জনস্রোত ,পুলিশকে ফাঁকি দিয়ে মিছিলে ভীম আর্মি প্রধান

পোস্টকার্ড ( আন্তর্জাতিক ) ডেস্ক ।।

নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে আজও প্রতিবাদে উত্তাল দিল্লি। দুপুর ২ টা নাগাদ জামে মসজিদ থেকে দলিতদের সংগঠন ভীম আর্মির বিশাল মিছিল স্লোগান তুলে রওনা দিয়েছে যন্তরমন্তরের উদ্দেশে।

এ দিনের মিছিলের জন্য পুলিশের তরফে কোনও অনুমতি মেলেনি। তা সত্ত্বেও দুপুরে নামাজ পড়ার পর পুলিশি বাধার তোয়াক্কা না করেই জামে মসজিদ থেকে বিশাল জনস্রোত রওনা দেয়। মিছিলের সামনে ছিলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। তাঁর হাতে ভারতীয় সংবিধানের একটি প্রতিলিপিও ছিল। তিনি যাতে জামা মসজিদ পৌঁছতে না পারেন সে জন্য আগে থেকেই প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে জামে মসজিদের সমাবেশে ঢুকে পড়েন চন্দ্রশেখর।

জামা মসজিদের বাইরে বেরনোর গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু বিশাল জনস্রোতের সামনে পুলিশি বাধা কার্যত ভেঙে পড়ে। জামে মসজিদ থেকে রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল। এর কিছু পরে দরিয়াগঞ্জের কাছে চন্দ্রশেখরকে আটক করেছিল পুলিশ। তবে চন্দ্রশেখরকে আটক করে রাখতে পারেনি পুলিশ। পুলিশ ভ্যানে তোলার আগে পুলিশের হাত ছাড়িয়ে মিছিলে ফের তিনি ঢুকে পড়েন।

অম্বেডকরের ছবি হাতে মিছিলে চন্দ্রশেখর আজাদ।

সুত্রঃ আনন্দবাজার প