দেশে করোনার ওষুধ ‘রেমডেসিভির’ ২০ মে’র মধ্যে ব্যবহার শুরু হবে

দেশে করোনার ওষুধ ‘রেমডেসিভির’ ২০ মে’র মধ্যে ব্যবহার শুরু হবে

নিজস্ব প্রতিবেদক।।

দেশে করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলতি বছরে জুন মাসেই এবং ২০ মে'র মধ্যে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় 'রেমিডিসিভির' ওষুধের ব্যবহার শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান।

মেজর জেনারেল মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে অক্সফোর্ড এবং চায়নার দুটি ভ্যাকসিনের ট্রায়ালের কথা চলছে।  এর প্রয়োজনও আছে। কারণ যুক্তরাষ্ট্রের যাদের শরীরে এই ভ্যাকসিন কাজ করছে, আমাদের দেশে তা নাও করতে পারে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে রেমডিসিভির প্রয়োগে ভালো ফল পাওয়ার কথা জানাচ্ছে বিভিন্ন দেশ। বাংলাদেশ এরই মধ্যে আটটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে রেমডিসিভির পাওয়ার আশা করছি।