দেশের দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন -ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা

দেশের দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন  -ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা
দেশের দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে মোস্তফা-হাকিম ফাউন্ডেশন -ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা

পোস্টকার্ড ডেস্ক ।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শনিবার নগরীর ১নং দক্ষিণ পাহাড়তলী, ১৬নং চকবাজার, ৩৪নং পাথরঘাটা, ২২নং এনায়েত বাজার ও ১৪নং লালখান বাজার ওয়ার্ডে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অসহায় রোজাদারদের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে মনজুর আলম বলেন, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেকোন দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে রয়েছে অত্র প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্যও বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সলিমুল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফর আহমদ, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহমদ, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গাজী শফিউল আজিম, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশফাক আহমদ, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ সাইফুল আলম, শাহ আলম, স্বপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।