দেশের সব ঘরে মুজিববর্ষে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

দেশের সব ঘরে মুজিববর্ষে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী
দেশের সব ঘরে মুজিববর্ষে আলো জ্বলবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ।।

মুজিববর্ষে বাংলাদেশের সব ঘরে আলো জ্বলবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, কোনো ঘর অন্ধকার থাকবে না। বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার।

গণভবনে বুধবার ভিডিও কনফারেন্সে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ৬৪ জেলা আমাদের, যার মধ্যে ৪০টি জেলা শতভাগ বিদ্যুতায়িত হয়ে গেলো।  ৪১০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত। বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ মুজিববর্ষের মধ্যে আমরা বাংলাদেশের সব ঘরে আলো জ্বালবো। নতুন প্রজন্মকে আমরা এমনভাবে শিক্ষিত করে গড়ে তুলতে চাই যেন বিশ্বের উন্নত দেশের শিক্ষার্থীদের চাইতে কোনো অংশে পিছিয়ে না থাকে। আমরা আইসিটি এবং কর্মমুখী শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে চাই। এ জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস, কর্মমুখী শিক্ষা ও আইটি শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। এ কারণে আজ অনেকেই আউটসোর্সিং করে অনেক টাকা রোজগার করছে।

শেখ হাসিনা বলেন, ৯৬ সালের একটি মোবাইলের দাম ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। বিএনপির একজন নেতা এই মোবাইল কোম্পানির মালিক ছিলেন। তখন একটি কল ধরলেও ১০ টাকা একটি কল করলেও ১০ টাকা মিনিট খরচ হতো। এখন আমাদের হাতে হাতে মোবাইল। আমাদের তরুণরা মোবাইলের মাধ্যমে শিক্ষাগ্রহণ করছে। আজ প্রযুক্তির মাধ্যমে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছি।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর আমরা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপর বেশি জোর দিয়েছি। এ পর্যন্ত সারা দেশে আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি।

শতকরা বিদ্যুতায়নের আওতায় আনা সাতটি জেলা হ'ল ঢাকা, ফেনী, গোপালগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট এবং মেহেরপুর।

শতকরা বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসা ২৩ টি উপজেলা হ'ল- বাগেরহাট সদর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, মেহেরপুরের আলমডাঙ্গা, কুমিল্লার দেবিদার ও মনোহরগঞ্জ, দিনাজপুরের খানসামা, জামালপুরের মাথরগঞ্জ, খুলনার তেরখাদ, খুলনার মিরপুর, মিরপুর লক্ষীপুরের রৌপুর, কমলগঞ্জ ও মৌলভীবাজারের জুড়ী, নওগাঁর বদলগাছি ও পাটনিটালা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারীতে জলধাকা, নকলা এবং শেরপুরের ঝিনাইগাতী, টাঙ্গাইলের ঘাটাইল, ঠাকুরগাঁওয়ের রাণীশংকোয়েল এবং সুনামগঞ্জের ছাতক।

স্থানীয় সরকারমন্ত্রী এম তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং ডাঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাক্তন বিদেশমন্ত্রী এএইচ। মাহমুদ আলী, একেএম রহমতউল্লাহ, এমপি, শহীদুজ্জামান সরকার, এমপি এবং সংশ্লিষ্ট সচিবগণ গণভবনে উপস্থিত ছিলেন।