নতুন শনাক্ত ১৫৬ , মোট আক্রান্ত ৩৯৬৫ জন

নতুন শনাক্ত ১৫৬ , মোট আক্রান্ত ৩৯৬৫ জন
নতুন শনাক্ত ১৫৬ , মোট আক্রান্ত ৩৯৬৫ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ১৫৬ জন। ফলে এখন পর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৬৫ জনে।

শনিবার (৭ জুন) রাত পৌনে ১২টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, ‘শনিবার চট্টগ্রাম ও কক্সবাজারের চারটি ল্যাবে ৫২৩টি নমুনা পরীক্ষায় ১৫৬ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।’

সিভিল সার্জন জানান, দিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে বিআইটিআইডি ল্যাবে। সেখানে পজিটিভ শনাক্ত হয়েছেন ৫২ জন। একই দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৮টি নমুনা পরীক্ষায় ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

অন্যদিকে সিভাসু ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬৫ জন। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় দুজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

বিস্তারিত রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১১৮টি নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৩৭ জনের। এর মধ্যে মহানগরের ৩৬ জন এবং উপজেলার একজন।

মহানগরীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেন আগ্রাবাদ মোগলটুলী এলাকার ৪৫ বছর বয়সী নারী, ব্যাটারি গলি এলাকার ৫৫ বছর বয়সী পুরুষ, রহমতগঞ্জ এলাকার ৩১ বছর বয়সী নারী, বকশির হাট পুলিশ ফাঁড়ির ৩৫ বছর বয়সী পুরুষ,আসকার দিঘীর পাড় এলাকার ৬০ বছর বয়সী পুরুষ, নাসিরাবাদ এলাকার ৩৮ বছর বয়সী পুরুষ, অক্সিজেন এলাকার একই পরিবারের দুইজন, একজন ৫৪ বছর বয়সী পুরুষ, অন্যজন ৫৩ বছর বয়সী নারী, পাহাড়তলী এলাকার ৪৫ বছর বয়সী পুরুষ, পতেঙ্গা বিএনএস-এর ৬৩ বছর বয়সী এক পুরুষ।

অন্যদিকে নগরীর কোতোয়ালী এলাকার তিনজন করোনা পজিটিভ শনাক্ত হলেন। এর মধ্যে একজন পাথরঘাটার ৩৭ বছর বয়সী পুরুষ, অন্যজন ৩৩ বছর বয়সী পুরুষ, আরেকজন জুবলি রোড এলাকার ৬৪ বছর বয়সী পুরুষ। খুলশী এলাকায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৯ বছর বয়সী এক পুরুষ, ডবলমুরিং এলাকায় ৩১ বছর বয়সী পুরুষ, হেমসেন লেইন এলাকায় অজ্ঞাতবয়সী এক পুরুষ।

করোনার জীবাণু মিললো কাতালগঞ্জ এলাকার একই পরিবারের চারজনের মধ্যে দুইজনের শরীরে। এদের একজন ৩১ বছর বয়সী পুরুষ, অন্যজন ২৯ বছর বয়সী নারী। সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর রোডেও ৬০ বছর বয়সী এক পুরুষের করোনা পজিটিভ এসেছে। গোলপাহাড় এলাকায় আক্রান্ত হয়েছেন ৪২ বছর বয়সী পুরুষ।

এছাড়া চকবাজার এলাকার দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজনের বয়স ৬২ বছর, অন্যজনের ২৫ বছর। বায়েজিদ গ্রিন ভ্যালি এলাকায় একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। পুরুষ দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর, অপরজনের ২৫ বছর। নারী দুজনের একজন ৫৫ বছর, অন্যজন ৯০ বছর বয়সী।

লালখানবাজার এলাকার একই পরিবারের তিন জনের মধ্যে দুইজনের করোনা পজিটিভ এসেছে। তাদের দুজনই পুরুষ রোগী। একজন ৪৬ বছর বয়সী চিকিৎসক, অন্যজনের বয়স ৩৮ বছর।

মুরাদপুর এলাকায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একই পরিবারের পাঁচজনের মধ্যে ৩৫ বছর বয়সী এক পুরুষের করোনা পজিটিভ এসেছে। অন্যজন ৩১ বছর বয়সী এক নারী। বলির হাট এলাকার তিনজনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একই পরিবারের দুইজন— একজনের বয়স ৪২ বছর, অন্যজনের ২৮ বছর। বাকি একজন ৩১ বছর বয়সী পুরুষ। কোরবানীগঞ্জ এলাকার ৬০ বছর বয়সী পুরুষ, জামালখান এলাকার একই পরিবারের দুইজন— একজন ৬০ বছর বয়সী পুরুষ, অন্যজন ৩৬ বছর বয়সী নারী করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৬ জুন) উপজেলার মধ্যে চন্দনাইশের ২২ বছর বয়সী এক নারী রোগীও শনাক্ত হয়েছেন।