নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং হয়রানি বন্ধে সিএমপি’র প্রচারণা

নারীর প্রতি সম্মান প্রদর্শন এবং হয়রানি বন্ধে সিএমপি’র প্রচারণা

নিজস্ব প্রতিবেদক ।।

গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অন্য রকম প্রচারণায় নেমেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ।  নগরীর বিভিন্ন মোড়ে আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে বাস-মিনিবাস, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশায় চার ধরনের প্রচারণামূলক স্টিকার লাগানো হয়।

নিজ হাতে স্টিকারগুলো লাগানোর পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বিভিন্ন বাসে উঠে  এবং বাসযাত্রীদের তার সহযাত্রী নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করেন। এতে যাত্রীছাউনি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।

এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য নগর আমেনা বেগমকে ধন্যবাদ জানিয়ে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, ‘গণপরিবহনে নারীদের যাতে হয়রানি ও ইভটিজিংয়ের শিকার না হয়, সেজন্যই আমরা এ ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছি। মূলত চার ধরনের স্টিকার করেছি আমরা। একটা মায়ের পক্ষ থেকে, একটা বোনের পক্ষ থেকে, একটা স্ত্রীর পক্ষ থেকে ও একটা মেয়ের পক্ষ থেকে। চেষ্টা করছি যাতে প্রতিটি বাসে ও টেম্পোতে লাগানো থাকে এই চারটি স্টিকার।’

মায়ের পক্ষ থেকে লাগানো স্টিকারে লেখা হয়, ‘বাবা রে, নারীদের হয়রানি করিস না।’ বোনের পক্ষ থেকে লাগানো স্টিকারে লেখা হয়, ‘ভাই, বাসের নারী যাত্রীদের দিকে তাকানোর সময় আমার কথা মনে রাখবে।’ স্ত্রীর পক্ষ থেকে স্টিকারে লেখা হয়, ‘শুধু আমাকে নয়, সব নারীকে সম্মান করো।’ আর মেয়ের পক্ষ থেকে লাগানো স্টিকারে লেখা হয়েছে, ‘আব্বা, আমিও কিন্তু একদিন একা বাসে উঠব।’

যানবাহনে স্টিকার লাগানেরা সময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোশতাক আহমেদসহ বহু পুলিশ কর্মকর্তা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।