সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা করোনা ওয়ার্ড করা কি কঠিন কাজ ?- মো: গিয়াস উদ্দীন

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা করোনা ওয়ার্ড করা কি কঠিন কাজ ?- মো: গিয়াস উদ্দীন

চট্টগ্রাম মেডিকেল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার যে ভয়াবহ সংকট তা ইতিমধ্যে সবাই জেনে গেছে। তাই চন্দনাইশে জনসাধারণের নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সম্বলিত ২০ বেডের একটা ওয়ার্ড প্রস্তুত করছে।সিভিল সার্জন অনুমোদনও দিয়েছেন। এটা উপজেলা পর্যায়ে রোগীদের জন্য এক বিশাল সাহায্য।

সীতাকুণ্ডে করোনা পরিস্হিতি ভয়াবহ, রেড জোন। আক্রান্ত শতাধিক এবং মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে।আমাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি স্থানীয় বিত্তবান এবং উদার মানসিকতার ব্যক্তিদের নিয়ে সম্মিলিত ভাবে এগিয়ে আসে তাহলে এর চেয়ে বেশী বেডের আইসিইউ-ভেন্টিলেটার সহ ইউনিট করা সম্ভব। এখনই উপযুক্ত সময়। অনেক শিল্পকারখানা, শিপ ইয়ার্ড বিত্তবান লোক সীতাকুণ্ড উপজেলায় রয়েছে। আমরা আশা করতেই পারি।

মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সম্মানিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন ও সন্মানিত উপজেেলা নির্বাহী অফিসার মিল্টন রায়কে উদ্যােগ নেবার অনুরোধ করছি ।

আমরা পাশে আছি এবং থাকবো । ইনশাআল্লাহ

লেখক-  সমাজকর্মী ( ফেসবুক থেকে )