পৃথক অভিযানে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

পৃথক অভিযানে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক
পৃথক অভিযানে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

পোস্টকার্ড ডেস্ক ।।

পৃথক পৃথক অভিযানে রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে  এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক চারজন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।

সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তিনটি পৃথক অভিযানে চক্রের চার সদস্যকে আটক করা হয়। অভিযানে র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-৬ অংশ নেয়।

র‌্যাব জানিয়েছে, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।

অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।