পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে মোস্তফা-হাকিম কলেজে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে মোস্তফা-হাকিম কলেজে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে  উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের উদ্যোগে কলেজ চত্বরে গতকাল খতমে কুরআন, মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র এম মনজুর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি বলেন, পবিত্র মাস মাহে রবিউল আউয়াল। এই মাসের ১২ই রবিউল আউয়াল সর্ব শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দ:) জন্ম গ্রহণ করেন। এই মিলাদুন্নবীর মাসের তাৎপর্য ও ফজিলত অনেক বেশি। বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ:) এর দেখানো পথ অনুসরণ করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে তাঁর দেখানো পথে জীবন অতিবাহিত করা।
প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার প্রধান ফকীহ মুফতি আব্দুল ওয়াজেদ। বিশেষ বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইউনুছ রজবী, উত্তর কাট্টলী আলহাজ্ব তাহের-মনজুর সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম রজবী, কুমিরা গোল্ডেন ইসপাত তাহের-মনজুর জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও আলহাজ্ব তাহের-মনজুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, কাজী মাহবুবুর রহমান, মো. আবু ছগির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।