প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ঢাকা আইনজীবী সমিতির নিন্দা

প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ঢাকা আইনজীবী সমিতির নিন্দা
প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ঢাকা আইনজীবী সমিতির নিন্দা

পোস্টকার্ড ডেস্ক ।। 

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার (৩১ মার্চ) সমিতির সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথম আলো পত্রিকায় গত ২৭.০৩.২০২৩ ইং তারিখে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাষ্ট্র ও স্বাধীনতাবিরোধী সংবাদ প্রকাশ করায় ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষে সভাপতি মো. মিজানুর রহমান (মামুন) ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় জাকির হোসেন নামে এক দিনমজুরের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম? বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’

সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও, ছবি দেয়া হয় একটি শিশুর। ১৭ মিনিটের মাথায় নিজেদের অবস্থান থেকে পিছু হটে প্রথম আলো। খবরটি সংশোধন করে তারা। কিন্তু ততক্ষণে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত উদ্দেশ্যমূলক নেতিবাচক খবরে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খালেদ / পোস্টকার্ড;