পর্যাপ্ত সুবিধাসহ আনোয়ারায় ২০ শয্যার আধুনিক আইসোলেশন সেন্টার হচ্ছে

পর্যাপ্ত সুবিধাসহ আনোয়ারায় ২০ শয্যার আধুনিক আইসোলেশন সেন্টার হচ্ছে
পর্যাপ্ত সুবিধাসহ আনোয়ারায় ২০ শয্যার আধুনিক আইসোলেশন সেন্টার হচ্ছে

আনোয়ারা প্রতিনিধি ।।

আনোয়ারায় সেন্ট্রাল অক্সিজেন, শীতাতপ ব্যবস্থা, পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়ে স্থাপন করা হবে ২০ শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টার।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি শনিবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ভূমিমন্ত্রী আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় শোলকাটাস্থ লাবিবা কমিউনিটি সেন্টারের নির্মিত অস্থায়ী আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী আইসোলেশন সেন্টারের একটি রূপরেখা ডাক্তারদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিজস্ব অর্থায়নে সেন্ট্রাল এসি ও অক্সিজেনসহ ২০ শয্যার অত্যাধুনিক আইসোলেশন সেন্টার করা হবে। হাসপাতালে এম্বুলেন্স, সিসি ক্যামরা, করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার, ওয়ার্ডের জন্য সেন্ট্রাল এসি ও হাসপাতালের লোকবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে হাসপাতালের সমস্যা সমাধানে তার ব্যক্তিগত তহবিল থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, ভূমি মন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, এডভোকেট ইমরান হোসেন বাবু, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, অনুপম চক্রবর্ত্তী বাবু, এম.নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

ভূমিমন্ত্রী আরো বলেন, ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস দীর্ঘ মেয়াদি হতে পারে। তাই আমাদের সব ধরণের প্রস্ততি নিতে হবে। আনোয়ারা-কর্ণফুলীর মানুষের যেন কোন প্রকার চিকিৎসা সেবায় অবহেলা না হয় তার ব্যবস্থা করা হবে। চিকিৎসা না পেয়ে কোন মানুষের মৃত্যু কারো কাম্য নয়। দূর্যোগকালে মানুষের সেবায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।