সীতাকুণ্ড সলিমপুরে লকডাউনে থাকা ১৬পরিবারের পাশে ভাইস চেয়ারম্যান জলি

সীতাকুণ্ড সলিমপুরে লকডাউনে থাকা ১৬পরিবারের পাশে ভাইস চেয়ারম্যান জলি

মোহাম্মদ নুরুল কবির দুলাল ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কালুশাহ নগর এলাকায় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা পরিবারের পাশে জয়নব বিবি জলি আজ ১১টা ৩০মিনিটে  লকডাউনে থাকা পরিবারের মাঝে পৌঁছে দিলেন হরেক রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।    

১০নং সলিমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কালুশাহ নগর ৫নং ওয়ার্ডের পূর্ব পাশে আব্দুর সত্তার এর বাড়ির করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি মোঃ নাজিমউদ্দীনের পরিবার ও আরো ১৫টি পরিবার হোম কোয়ারান্টাইনে আছেন।ঘর থেকে বের হওয়া বন্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।ঐ এলাকায় বসবাস করা পরিবারের মধ্যে হতদরিদ্র ও দিনমজুর রয়েছে।বর্তমানে তাদের জীবনযাপন কষ্ট সাধ্য হয়ে পড়েছে।তাই  তাদের মাঝে সীতাকুণ্ড উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলির পক্ষ থেকে উনার ভালবাসা পৌঁছিয়ে দিলেন তার ভাই আশরাফুজ্জামান রনি,মাছ ও কাঁচা তরকারিসহ নিত্য প্রয়োজনীয় বাজার।

জয়নব বিবি জলি পোস্টকাড়ডবিডি.কমকে বলেন,মানুষ মানুষের জন্য,করোনা বৈশ্বিক সমস্যা এই ভাইরাসে আমি আপনি যেকেউ আক্রান্ত হতে পারি।যারা আক্রান্ত হয়েছেন তারা আমাদের ভাই বোন।তাদের অবহেলা করবেন না।যার যতটুকু সামর্থ রয়েছে অসহায় মানুষের পাশে দাড়াতে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সরকারের নানামুখী পদক্ষেপ মেনে চললে আমরা শীগ্রই এই মহামারী হতে মুক্তি পাবো। সামাজিক দূরত্ব হোম কোয়ারেন্টিন ও সড়কে বাজারে আড্ডা হতে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর হতে তিনি সরকারি ত্রানের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে অজস্র হতদরিদ্র ও দিনমজুরের মুখে হাসি ফুটাতে সমর্থ হয়েছেন।