সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডের লোকালয়ে আরেকটি অজগর

সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডের লোকালয়ে আরেকটি অজগর
সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে লোকালয়ে আরেকটি অজগর

সীতাকুণ্ড প্রতিনিধি।।

এক সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে আরেকটি অজগর সাপ ধরা পড়েছে লোকালয়ে। খাদ্যের সন্ধানে সাপ দুটি পাহাড় থেকে চলে এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত। তবে দুটি সাপই শেষ পর্যন্ত বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বড় কুমিরায় অবস্থিত কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের ভেতরে একটি অজগর সাপের বাচ্চা ঢুকে পড়ে। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সাপটি আটক করে কুমিরা বন বিটের রেঞ্জার উত্তম কুমার দত্তকে জানান। পরে তিনি বাড়বকুণ্ড সংরক্ষিত বনাঞ্চলে সেটি অবমুক্ত করেন।

কুমিরার রেঞ্জার উত্তম কুমার দত্ত জানান, আনুমানিক ৫ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটিকে আটক করে কর্ণফুলী স্টিল মিলের এক কর্মকর্তা আমাকে ফোন করে জানান। আমি বিষয়টি জেনে আমি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়ে বাড়বকুণ্ডের বিট কর্মকর্তা আবদুল কদ্দুসের মাধ্যমে বাড়বকুণ্ড সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করি।

এর আগে গত ২৫ এপ্রিল উপজেলার বাঁশবাড়িয়ায় আর. আর টেক্সটাইল মিলে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ধরা পড়ে। ওই কারখানার কর্মকর্তারা বিষয়টি বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরকে জানালে তিনি বাড়বকুণ্ড বিট কর্মকর্তা আবদুল কদ্দুসকে খবর দিয়েও সেটিও অবমুক্ত করান।