বই উৎসবে হামলা, আহত ৪

বই উৎসবে হামলা, আহত ৪
বই উৎসবে হামলা, আহত ৪

সীতাকুণ্ড প্রতিনিধি ।।  

শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠানে হামলা হয়েছে। এই ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়ার আকিলপুর ৯নং ওয়ার্ডের দারুল আরকাম এবতেদায়ী দাখিল মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন আওয়ামী লীগ নেতা মাদুল হক, সাইফুল ইসলাম ও কামাল উদ্দিন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কামাল উদ্দিনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।

সূত্র জানায়, বুধবার সকাল থেকে নতুন বছরের বই নিতে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসায় আসে। বই উৎসব শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাদ্রাসার জন্য জমি দানকারী আফছার সওদাগরকে বাদ দিয়ে মাদ্রাসা কমিটি করা নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ কয়েকজনের সাথে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে নুর উদ্দিনের নেতৃত্বে বউ উৎসবে হামলা চালানো হয়। এতে সভাপতি মোহাম্মদ আলীসহ ৪ জন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। রাতে আহত কামাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, এখানে মূলত মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য এক পক্ষ আরেক পক্ষের উপর এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্ল্যা বলেন, সংঘর্ষের বিষয়টি আমাকে এমপি সাহেব বলার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কেউ থানায় কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নিব।