বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহত আরো ৮ লাশের ডিএনএ পরিচয় শনাক্ত

বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহত আরো ৮ লাশের ডিএনএ পরিচয় শনাক্ত
বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে নিহত আরো ৮ লাশের ডিএনএ পরিচয় শনাক্ত

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত আরও ৮ লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ২২ লাশের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।

শনাক্তরা হলেন- ডিপোর গাড়িচালক আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান, বলভেট অপারেটর মনির হোসেন, ইলেকট্রিশিয়ান মো. রাসেল, কাভার্ডভ্যান হেল্পার মোহাম্মদ সাকিব, ডিপোর আইসিটি সুপারভাইজার আবদুর সোবহান প্রকাশ আবদুর রহমান, লরি চালক আবুল হাশেম ও বাবুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিএম ডিপোর বিস্ফোরণের পর ২২ মরদেহের শরীর বিকৃত থাকায় এতদিন তাদের পরিচয় জানা যায়নি। 

এদিকে, নিখোঁজ স্বজনকে ফিরে পেতে ডিএনএ নমুনা প্রদান করেন ৪২ জন। একমাস অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুরে ৮ জনের নমুনা রিপোর্ট পাওয়া যায়। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। কিছু মরদেহগুলো রাতে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এক সময় রাসায়নিক ভর্তি একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০০ জনেরও অধিক মানুষ।

এ ঘটনার সঠিক কারণ বের করতে বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এর মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটি তাদের জমাকৃত প্রতিবেদনে জানান, ডিপোতে থাকা হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

খালেদ /পোস্টকার্ড ;