বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লা ভর্তি লাইটারেজ ডুবে ১২ নাবিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ।।

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লা ভর্তি লাইটারেজ ডুবে ১২ নাবিক নিখোঁজ
বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লা ভর্তি লাইটারেজ ডুবে ১২ নাবিক নিখোঁজ

বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে কয়লা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ নাবিক নিখেঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়  সাগরের প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হলে হীরা পর্বত-৮ নামে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে এটি ডুবে যায় বলে জানান কোষ্টগার্ড কর্মকর্তারা।

বাংলাদেশ কোষ্টগার্ড (পূর্ব জোন) এর পরিচালক (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কয়লা ভর্তি করে হীরা পর্বত-৮ নামে একটি জাহাজ ঢাকায় যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে এটি সাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ডুবে গেছে। এতে লাইটারেজ জাহাজের ১২ নাবিক নিখোঁজ রয়েছে।

ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটিতে ১ হাজার ৫০ মে.টিন কয়লা ছিল বলে জানায় কোষ্টগার্ড।

খবর পেয়ে কোষ্টগার্ড এবং নৌবাহিনীর উদ্ধার জাহাজ নিয়ে ঘটনাস্থলে গেছে।