বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে সকল বিশ্বনেতা আসছেন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে সকল বিশ্বনেতা আসছেন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যে সকল বিশ্বনেতা আসছেন

পোস্টকার্ড ডেস্ক ।।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলতি বছর মহাসমারোহে পালিত হবে । এ উপলক্ষে বছরব্যাপী থাকছে নানা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই বিশ্বের বহু নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত এক সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিশ্বনেতাদের আগমণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্সও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। বছরজুড়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন, যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।’

এ ছাড়া এসব অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা, ওআইসি সেক্রেটারি জেনারেল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

আমন্ত্রণ গ্রহণ করে আসায় সম্মতি দিয়েছেন বিশ্বের যেসব নেতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদসহ আরও অনেক বিশ্বনেতা।