বাজারের থলেতে জীবন্ত শিশু

বাজারের থলেতে জীবন্ত শিশু
চট্টগ্রামে বাজারের থলেতে জীবন্ত শিশু - ছবিঃ সময়ের আলো

তিন মাসের এক শিশুকে বাজারের থলেতে করে কোন ফাঁকে ফেলে রেখে গেছে । শিশুটির কান্না শুনে এক পথশিশু দৌড়ে গিয়ে জানায় টহল পুলিশকে। কোতোয়ালি থানা পুলিশের এএসআই হামিদুল ইসলাম গিয়ে দেখেন থলের ভেতরে একটি শিশু। তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে ছোটেন চমেক হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কাজীর দেউড়ীস্থ সার্কিট হাউসের সীমানা প্রাচীরের ভেতরে নালার পাশে।

কোন পাষাণ ফুটফুটে এই শিশুটিকে ফেলে গেছে তা জানা না গেলেও চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের ডাক্তার-নার্সদের সেবা ও আদরে সুস্থ হয়ে উঠছে শিশুটি। শিশু বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী জানান, অবস্থা দেখে মনে হয়েছে মাত্র আধ ঘণ্টা আগে বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়। সময়মতো উদ্ধার হওয়ায় তেমন কোনো সমস্যা নেই।

এদিকে শিশুটিকে তাদের সন্তান মনীষা বলে দাবি করেছেন মানিক নামের এক স্কুল শিক্ষক। খবর পেয়ে হাসপাতালে গিয়ে তারা শিশুটি তাদের বলে শনাক্ত করে জানান, দুপুর ১টার দিকে তার মেহেদীবাগের বাসা থেকে ফোন করে জানানো হয় মনীষাকে পাওয়া যাচ্ছে না। বাসায় গিয়ে বুঝতে পারেন বাচ্চাটি চুরি হয়ে গেছে। উদভ্রান্তের মতো বের হয়ে সার্কিট হাউসের সামনে জটলা দেখে শিশু উদ্ধারের ঘটনা জেনে ছুটে যান তিনি।