বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়, জাতির সুস্থতায় মোনাজাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়, জাতির সুস্থতায় মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনা মহামারীর মধ্যে এবারের ঈদুল ফিতরে সংক্রমণ এড়াতে বিধিনিষেধ মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন হাজারো মুসলমান। 

সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান তাতে ইমামতি করেন।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বালা মুসিবত থেকে দেশকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

নামাজ শেষে খুতবা পেশ করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা। হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকেন মুসল্লিরা।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।