ব্রিটিশরা বাংলাদেশকে এতো ছোট আয়তনে ভাগ করলো কেন?

সুস্নাত মণ্ডল , ফ্রীল্যান্সিং এ ভারত ।

ব্রিটিশরা বাংলাদেশকে এতো ছোট আয়তনে ভাগ করলো কেন?
ব্রিটিশরা বাংলাদেশকে এতো ছোট আয়তনে ভাগ করলো কেন?

 

আমি ব্রিটিশদেরকে "পোঁইপোঁই করে বলেছিলাম" বাংলাভাগের আগে আপনার পরামর্শ নিতে। তা কে কার কথা শোনে! এখন সামলান ঠেলা!

আচ্ছা, সিরিয়াসলি বলি: "এতো ছোট আয়তনে ভাগ" না করলে তো বাংলাকে ভাগ করাই যেত না! বাংলাদেশ যদি "ছোট আয়তনে"র হয়, তাহলে পশ্চিমবঙ্গের আয়তনকে কি বলবেন?

সংস্কৃতির নামে ভাগ চলতে পারে, কিন্তু আমার মতে ধর্ম, জাতপাত, ভাষা এসবের নামে বিভেদ করা চরম ন্যাক্কারজনক।

বাংলাদেশের (তদানীন্তন পাকিস্তান) ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাই বাংলাদেশের আর ভারতের, বিশেষত পশ্চিমবঙ্গের মানচিত্রটা অনেকের দেখতে আজব লাগে।

বাংলাদেশকে এতো ছোট আয়তনে ভাগ করার ব্যাপারটা আপনার উদ্ভট লাগলে ভেবে দেখুন: কার মাথা থেকে এমন এক বিদঘুটে, কিংভুতকিমাকার 'কৌশল' বেরিয়ে ছিল যার জেরে পাকিস্তান নামক এমন এক দেশের জন্ম হয়েছিল যার অর্ধেকটা বাকি অর্ধেকটার থেকে কয়েকশ কিমি দূরে! একটা দেশ কয়েকটা দেশের মাঝখান দিয়ে দু-দুটো জায়গায় কীভাবে থাকতে পারে?

তাই আজও সমগ্র উপমহাদেশ এর ফল ভোগ করছে যদিও চিন এর মধু ভোগ করছে!