বর্ণাঢ্য আয়োজনে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের বর্ষপূর্তি সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের বর্ষপূর্তি সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের বর্ষপূর্তি সম্পন্ন

বিশেষ প্রতিবেদক ।। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের ১৬ তম বর্ষপূর্তি উৎসব শনিবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রামের এম এম আলী রোডস্থ রয়েল গার্ডেন সম্পন্ন হয়েছে । 

প্রতিষ্ঠার ১৬বছরপূর্তিকে ঘিরে সীতাকুণ্ডের নানা শ্রেণিপেশার মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ও মিলনমেলায় রয়েল গার্ডেন হয়ে ওঠে যেন একখণ্ড সীতাকুণ্ড।

অনুষ্ঠানের প্রথমপর্বে সীতাকুণ্ডের প্রাণ-প্রকৃতি ও উদ্ভিদ বৈচিত্র নিয়ে পরিচালিত গবেষণার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সীতাকুণ্ডের পূর্বে পাহাড় ও পশ্চিমে সাগরবেষ্টিত ছোট্ট জনপদের প্রাকৃতিক জীববৈচিত্র ও  পরিবেশ সমুন্নত  কিংবা ভারসাম্য বজায় রেখে যে কোনো উ্ন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন গবেষণার নেতৃত্বদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল।

গবেষণার  যোক্তিকতা এবং সীতাকুণ্ডের নানা সমস্যা ও অপার সম্ভাবনার দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দীন।

এর পর শুরু হয় আলোচনাসভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব দিদারুল আলম এমপি। সমাজসেবা ও মানবকল্যাণে সরকারি ও পারিবারিক অবদানের কথা তুলে ধরে এমপি দিদার বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টার্ম সীতাকুণ্ডবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন।আমি স্বার্থহীনভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি।প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন নির্মাণ করে দিয়েছি।একটি কলেজকে সরকারিকরণ করেছি, নিজের শিল্পপ্রতিষ্ঠানের জন্য কেনা জমিতে কলেজ করে দিয়েছি। এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি-যা এখনও চলমান আছে। এমপি  দিদারুল আলম আরও বলেন, মুরাদপুর সাগরকূলে সম্প্রসারিত হবে চট্টগ্রাম বন্দর। সীতাকুণ্ডের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।   এতে সীতাকুণ্ডের উন্নয়ন যেমন নিশ্চিত হবে, তেমনি এলাকার মানুষের ভাগ্যও সুপ্রসন্ন হবে। আগামীতে এমপি না হলেও তিনি ব্যক্তিগত ও পারিবরিক উদ্যোগে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সমিতির সভাপতি ও রিজী গ্রুপ অব ই্ন্ডাস্ট্রিজ এর পরিচালক লায়ন মীর্জা মো. আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ আবেদীন আল মামুন ও মোহাম্মদ আলিম উল্লাহ মুরাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক মোস্তফা কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবু তাহের বিএস-সি, খাজা স্টীলের এমডি দিদারুল কবির দিদার,  সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ সায়েদুর রহমান হিলালী, বিজয় স্মরণী কলেজের সাবেক অধ্যক্ষ  অধ্যাপক মো. জাহাঙ্গীর, পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, এডিশনাল ডিআইজি অনিন্দিতা বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আনিসুর রহমান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি, এনআর গ্রুপের এমডি সিআইপি মোহাম্মদ নুর উদ্দীন রুবেল, রসায়নবিদ মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম, সাবেকে এপিপি এডভোকেট ভবতোষ নাথ,এডভোকেট  আবুল হাসান সাহাবুদ্দিন,মুরাদপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর আহমেদ, সমিতির সাবেক সভাপতি রাজনীতিবিদ ও সমাজসেবক দিদারুল ইসলাম মাহমুদ, আল্ আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল শাহীন আল রাজী,    সমিতির সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, আঁখি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ মহিউদ্দীন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত প্রমুখ।

এবার বেশিরভাগ বক্তা চট্টগ্রামে সমিতির একটি স্থায়ী ঠিকানা নির্মাণের ব্যাপারে জোর দাবি উত্থাপন করেন।এমপি দিদারুল আলম যেকোনো স্থানে জায়গা নির্ধারণ করে দিতে পারলে তিনি ব্যক্তিগতভাবে পাকাঘর নির্মাণে সবধরনের সহায়তা দেবেন-এমন আশ্বাস প্রদান করেন।

এছাড়া সমিতির বর্তমান সভাপতি লায়ন মীর্জা মো. আকবর আলী খোকন সমিতির স্থায়ী অফিস নির্মাণের জন্যে ব্যক্তিগত উদ্যোগে দশ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে  সমাজ ও  রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন এমন সীতাকুণ্ডের ৫বিশিষ্ট ব্যক্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারকে ভূষিত ব্যক্তিরা হলেন-পুলিশের এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অনিন্দিতা বড়ুয়া, বাংলাদেশ ব্যাংক সিলেটের বিভাগীয় প্রধান ও পরিচালক মো. আনিসুর রহমান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি,বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি স্বর্ণপদক প্রাপ্ত সিআইপি মোহাম্মদ নুর উদ্দীন রুবেল।  সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের ১৬বছরপূর্তি উপলক্ষে এমপি দিদারুল আলমের উপস্থিতে এবং সমিতির সাবেক ও বর্তমান কার‌্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দর অংশগ্রহণে কেক কাটা হয়।

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম প্রতিষ্ঠাকাল থেকে সমিতির কার্যক্রমে সম্পৃক্ত থেকে সমাজে নানাভাবে অবদান রেখে না ফেরার দেশে চলে গেছেন -এমন পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য ৮৫ জনকে স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন  অর্থ সম্পাদক মফিজুর রহমান সাজ্জাদ।

সভাশেসে অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকলিমা মুক্তাসহ প্রমুখ শিল্পীবৃন্দ ।

খালেদ / পোস্টকার্ড ;