বড়পুলের সিটি কনভেনশন হলে 'চসিক আইসোলেশন সেন্টার' উদ্বোধন

বড়পুলের সিটি কনভেনশন হলে 'চসিক আইসোলেশন সেন্টার' উদ্বোধন
আজ বড়পুলের সিটি কনভেনশন হলে 'চসিক আইসোলেশন সেন্টার' উদ্বোধন

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামর বড়পুলস্থ সিটি কনভেনশন হলে আড়াইশ শয্যার আইসোলেশন সেন্টার প্রস্তুত । শনিবার (১৩ জুন) বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় স্থাপিত আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন।

এর আগে আজ দুপুরে চসিকের আন্দরকিল্লা পুরাতন কার্যালয়ের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিক শিক্ষা স্বাস্থ্য স্টেন্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এ সেন্টার সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টার পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে আইসোলেশন সেন্টারের প্রয়োজনীয়তা বেড়ে যাচ্ছে। যেকারণে নগরের হালিশহরের সিটি কনভেনশন হলে ২৫০ শয্যার চসিক আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের অস্থায়ী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকে তিনদিনের প্রশিক্ষণ সুবিধা দেয়ার পাশাপাশি চাকুরী প্রবিধানমালা বাস্তবায়নের আওতায় স্থায়ীকরণ করা হবে।

মেয়র আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় দিন দিন আইসোলেশন সেন্টারের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় চসিকের উদ্যোগে আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এক্ষেত্রে আইসোলেশন সেন্টারে দায়িত্ব প্রদানকৃত স্বাস্থ্য বিভাগের ১৬ জন ডাক্তার, ৫ জন নার্স, ১৪ জন ল্যাব টেকনেশিয়ান, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ১১ জন স্বাস্থ্যকর্মী ও ৬ জন নমুনা বুথ কর্মীর সাথে মত বিনিময়ে মেয়র এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রসঙ্গতঃ আগামী ১৫ জুন থেকে এ সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগী ভর্তি করার কথা রয়েছে।