বোয়ালখালীতে এসি ল্যান্ড'র হস্তক্ষেপে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ , কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে এসি ল্যান্ড'র হস্তক্ষেপে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ , কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালীতে এসি ল্যান্ড'র হস্তক্ষেপে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ , কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা

মোরশেদ আলম,  বোয়ালখালী।।

বোয়ালখালীতে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে উপলক্ষে চলছিল বরযাত্রী আপ্যায়নের আয়োজন। খবর পেয়ে বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে আপ্যায়নের সব খাবার এতিমখানায় পাঠিয়ে দেয়া হয় এবং বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে মেয়ের মাতা কোহিনুর আকতারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। এছাড়া আপ্যায়নের জন্য প্রস্তুতকৃত খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;