মা-শিশু ও জেনারেল হাসপাতাল চট্টগ্রামে ২১ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ।

মা-শিশু ও জেনারেল হাসপাতাল চট্টগ্রামে ২১ পদে নিয়োগ
মা-শিশু ও জেনারেল হাসপাতাল চট্টগ্রামে ২১ পদে নিয়োগ

মা-শিশু ও জেনারেল হাসপাতাল চট্টগ্রামে ২১ পদে যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে। উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছেন প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত যে কোন পদরে প্রার্থী আবেদন করতে পারবেন।

পদসমূহ

১. সিনিয়র কনসালটেন্ট/কনসালটেন্ট/(চর্ম ও যৌন রোগ) (পুরুষ) : এমবিবিএস পাশ এবং শংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি অথবা সমত’ল্য ডিগ্রীধারী হওয়া বাঞ্চনীয়।
২. আবাসিক ফিজিশিয়ান (শিশু স্বাস্থ্য) : এমবিবিএস এবং এফসিপিএস/এমডি উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩. রেজিষ্ট্রার (অবস এন্ড গাইনী) : এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, ডিজিও, এফসিপিএস (পার্ট-১)/এমএস (পার্ট-১) উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রাথর্েিদর অগ্রাধিকার দেয়া হবে।
৪. সহকারী রেজিষ্ট্রার (অবস এন্ড গাইনী) : এমবিবিএস পাশ এবং এফসিপিএস/এমএস (পার্ট-১) উত্তীর্ণ, পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৫. মেডিকেল অফিসার (জেনারেল সার্জারী, অর্থপেডিক সার্জঅরী, শিশু সার্জারী, অবস এন্ড গাইনী, হেমাটোলজি, শিশু স্বাস্থ্য) : এমবিবিএস, এফসিপিএস/এমএস (পার্ট-১) উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৬. নিউট্রিশনিষ্ট : এমএসসি (নিউট্রিশন এন্ড হেলথ) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৭. স্পিচ থেরাপিষ্ট : প্রার্থীকে বিএসসি ইন স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৮. অকুপেশনাল থেরাপিষ্ট : প্রার্থীকে বিএসসি ইন ইকুপেশনাল থেরাপি বিষয়ে স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে সনদ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৯. নার্সিং ইনষ্ট্রাক্টর : বিএসসি ইন নার্সিং পাশ (নার্সিং ইনষ্টিটিউটের জন্য)
১০. জুনিয়র প্রোগ্রামার : বিএসসি ইন কম্পিউটার সাইন্স। MS-Access, MS-SOL Server এ কাজের অভিজ্ঞতা এবং ঔধাধ প্রোগ্রামিং এর প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
১১. সিনিয়র ষ্টাফ নার্স : প্রার্থীকে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্স পাশ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
১২. জুনিয়র নার্স : কমিউনিটি প্যারামেডিক/১৮ মাসের মিডওয়াইফারী কোর্স উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
১৩. আইটি টেকনিশিয়ান : স্নাতক পাশসহ হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কাজে ডিপ্লোমাধারী হতে হবে।
১৪. মেইনটেন্যান্স সুপারভাইজার (ট্রান্সপোর্ট) : ডিপ্লোমা-ইন অটো-মোবাইল ইঞ্জিনিয়ারিং। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
১৫. হাউজ কিপার (নার্সিং হোস্টেল) : স্নাতক পাশ। বয়স্ক এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
১৬. ক্যান্টিন ইনচার্জ : স্নাতক পাশ। কম্পিউটার জানা আবশ্যক। ক্যান্টিন/হোটেল ব্যবস্থাপনায় ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৭. বিলিং কাম ক্যাশ সহকারী (ক্যান্টি) : এইচএসসি পাশ। কম্পিউটার জানা আবশ্যক।
১৮. সেলস কাম পার্সেলম্যান (ক্যান্টিন) : এসএস সি পাশ। ক্যান্টিন/হোস্টেলে সেলসম্যান হিসেবে কাজের ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকবে হবে।
১৯. ওটি বয় (পুরুষ) : এসএসসি পাশ। ওটি বয় হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২০. ধোপা : ৮ম শ্রেণী পাশ। ওয়াশিং প্ল্যান্ট মেশিন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
২১. ক্লিনার : ৮ম শ্রেণী পাশ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়অ হবে। সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

যা প্রয়োজন
আবেদনকারীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ন্যাশনাল আইডি কার্ড, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতা সনদপত্র, ২ জন ব্যক্তির রেফারেন্স, মোবাইল নং ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৭/০৯/২০১৯ইং তারিখ শনিবার বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম বরাবরে আবদেন পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অত্র হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসার পাশাপাশি মেডিসিন, গ্যাষ্ট্রোএন্টারলজি, এন্ডাক্রিনোলজি, মানসিক রোগ, চর্মরোগ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, ডায়ালাইসিস, সিসিইউ, আইসিইউ, জেনারেল সার্জারী, নিওরো সার্জারী, নিওরো মেডিসিন, ইউরোলজি, অবস এন্ড গাইনী, অর্থপেডিক্স, নাক-কান-গলা, চক্ষু বিভাগে সকল রোগের চিকিৎসাসহ আল্ট্রাসনোগ্রাফি, সিটিস্ক্যান ও প্যাথলজিক্যাল সুবিধা রয়েছে।

এখানে শিশু স্বাস্থ্য, শিশু নিওরোলজি, নিওনেটলজি, শিশু সার্জারী, মেডিসিন, অবস গাইনী, জেনারেল সার্জারী, অর্থপেডিক সার্জারী ও রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ট্রেনিং বিসিপিএস কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত।