‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শিত হবে এবার লন্ডন চলচ্চিত্র ‍উৎসবে

পোস্টকার্ড ডেস্ক ।।

‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শিত  হবে এবার লন্ডন চলচ্চিত্র ‍উৎসবে
‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শিত হবে এবার লন্ডন চলচ্চিত্র ‍উৎসবে

টরেন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার বিএফআই লন্ডন চলচ্চিত্র ‍উৎসবে প্রদর্শিত হবে রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি।

আগামী ২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিএফআই উৎসবে এটি প্রদর্শিত হবে হবে ডিবেট বিভাগে। যেখানে ফ্রসোঁয়া ওযু, অ্যালেক্স গিবনি, টেরেন্স মালিক, আগনেস্কা হল্যান্ড, সিরো গুয়েরা এবং অন্যান্য ফিল্ম উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতাদের ছবি প্রদর্শিত হবে।

‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর ‘মেড ইন বাংলাদেশ’ রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। বাংলাদেশের নারীর ক্ষমতায়ণ ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা, নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিতে।  

এতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ মোমেনা চৌধুরী ।