সৃজিত মুখার্জি মুখ খুলেলেন দিল্লির ঘটনায়

সৃজিত মুখার্জি মুখ খুলেলেন দিল্লির ঘটনায়

বিনোদন ডেস্ক।।

অগ্নিগর্ভ দিল্লি এখন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে । মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ মুসলিম।

এই হিংস্রতা মানতে পারছেন না অনেকেই। বিশ্বের শান্তিকামী মানুষ এতে উদ্বেগ জানিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস থেকে হলিউড-বলিউডের নামিদামি অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরাও। পশ্চিমবঙ্গের যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুখ খুলেছেন নির্মাতা সৃজিত মুখার্জিও। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে সৃজিত লিখেছেন,  'অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।'