সীতাকুন্ডের প্রতিমা শিল্পীদের মন ভালো নেই

সীতাকুন্ডের প্রতিমা শিল্পীদের মন ভালো নেই
ছবি : সংগৃহীত

পোস্টকার্ড প্রতিবেদক ।। 

সীতাকুন্ডের প্রতিমা শিল্পীদের মন ভালো নেই। অনেকটা বেকার সময় কাটাচ্ছেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার আয়োজন হয় বাংলা পঞ্জিকা অনুসারে। 

আগামী ৭ কার্তিক (২২ অক্টোবর) দেবী দুর্গার ষষ্ঠী পূজা শুরু হবে। ২৬ অক্টোবর বিজয়া দশমী। দুর্গাপূজাকে কেন্দ্র করে মৃৎশিল্পীরা তাদের কাজের হিসাব করেন বাংলা বছর অনুযায়ী। অন্য বছর আরো আগে থেকে দুর্গাপূজার বায়না আসলেও এবার তেমন খবর নেই। ফলে নেই প্রতিমা গড়ার ব্যস্ততা। আর প্রতিমাই যদি না গড়া যায়, তাহলে এর শিল্পীরা ভালো থাকেন কী করে? 

সীতাকুন্ডে যারা বংশানুক্রমিকভাবে যারা প্রতিমা তৈরি করেন তাদের মধ্যে একজন মা প্রতিমালয়ের সত্ত্বাধিকারী আদিত্য আচার্য্য। তিনি বলেন, করোনায় থেমে গেছে সব কিছু। আয়-রোজগার তেমন না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কায় আছি। বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে মূলত পূজাভিত্তিক প্রতিমা তৈরির কাজ শুরু করি আমরা । অন্যান্য বছর এই সময়ে ব্যস্ত থাকলেও এখন অনেকটা অলস সময় কাটাচ্ছি। অন্যান্যবার এমন সময়ে ভাড়া করে কারিগর আনতে হতো, অথচ এবার কারখানাগুলো ফাঁকা। সীতাকুন্ডে আমরা বংশানুক্রমিকভাবে প্রতিমা তৈরি করলেও প্রতিমা তৈরির কারখানায় যারা কাজ করেন তাদেরও বেশিরভাগ শরীয়তপুর, নেত্রকোণা, ফরিদপুর এলাকার। করোনাভাইরাস সংক্রমণ শুরুর সাথে সাথেই তারা চলে গেছেন নিজ নিজ এলাকায়।

সীতাকুন্ড পূজা উদযাপন পরিষদের আহবায়ক হারাধন চৌধুরী বাবু জানান, করোনার মাহমারিতে এবারের দুর্গাপুজা ব্যাপক আকারে হবেনা। দুর্গাপূজা এবার ধর্মীয় আনুষ্ঠানিকতা, পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সবকিছু করা হবে শারীরিক দূরত্ব বজায় রেখে। আবহমানকাল ধরে হয়ে আসা ধর্মীয় এ অনুষ্ঠান ইচ্ছে করলে বন্ধ করা যায় না। পূজার প্রস্তুুতি রাখার জন্য সবাইকে বলা হয়েছে তবে এবারের পূজায় বিগত সময়ের মতো ব্যাপক আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইটিং হবে না। বের হবে না শোভাযাত্রা। কারণ জনসমাগম করার কোন সুযোগ নেই।