স্ত্রীর যৌতুকের মামলায় সীতাকুণ্ডে স্বামী গ্রেপ্তার

স্ত্রীর যৌতুকের মামলায় সীতাকুণ্ডে স্বামী গ্রেপ্তার
স্ত্রীর যৌতুকের মামলায় সীতাকুণ্ডে স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

স্ত্রীর যৌতুকের মামলায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মোজাম্মেল হকের ছেলে খোরশেদ আলম (৪৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার গভীর রাতে জাহানাবাদ এলাকায় থেকে স্ত্রীর যৌতুক আইনে করা একটি মামলায় খোরশেদকে গ্রেপ্তার করে আজ কোর্টে প্রেরণ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ইসলামী শরীয়ত মতে খোরশেদ আলম প্রথম স্ত্রীর কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন হাটহাজারী উপজেলার শারমিন আক্তারকে। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন যাবৎ ভালোভাবে দিন কাটছিল। হঠাৎ স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিল খোরশেদ। গত ১৫/২০ দিন আগে স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দেওয়ার চাপ সৃষ্টি করলে তার স্ত্রী চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে মামলা করলে কোর্ট থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে পুলিশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

খালেদ/ পোস্টকার্ড;