মালয়েশিয়াগামী ট্রলারডুবি, সেন্টমার্টিনে ১৫ রোহিঙ্গার মৃত্যু

মালয়েশিয়াগামী ট্রলারডুবি, সেন্টমার্টিনে ১৫ রোহিঙ্গার মৃত্যু
মালয়েশিয়াগামী ট্রলারডুবি, সেন্টমার্টিনে ১৫ রোহিঙ্গার মৃত্যু

পোস্টকার্ড ডেস্ক ।।

রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবে অন্তত ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন।  আর ৬৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কোস্ট গার্ড জানিয়েছে, ট্রলারে ১২৫ জন ছিলেন। তারা সবাই রোহিঙ্গা।  তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

সোমবার অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে  গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

নৌবাহিনর কর্মকর্তারা জানান, ভোরে ৮০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়। সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ভাসমান অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। পরবর্তীতে আরো ১৭ জনকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগর পথে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতর সংখ্যা বাড়তে পারে। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে।’ তিনি জানান,  এখনও অর্ধশতাধিকের বেশি লোক নিখোঁজ রয়েছে।’