মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনেের উদ্যোগে বস্তিবাসীদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনেের উদ্যোগে বস্তিবাসীদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক ।।

প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের লকডাউন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল সকালে বস্তিবাসীদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডস্থ আকবরশাহ বাজার কলোনী বস্তি, ফারুক কলোনী, নতুন মুনছুরাবাদ ট্রেনলাইন সংলগ্ন বস্তি, ট্রেনলাইন সংলগ্ন সিডিএ এলাকার বস্তি, ছড়ারখিল বস্তি, জনারখিল বস্তি, মীর আউলিয়া মাজার সংলগ্ন বস্তি, নন্দন হাউজিং এলাকা সংলগ্ন বস্তি, আকবরশাহ বেলতলীঘোনা, বিজয় নগর, জিয়া নগর, ভাণ্ডারীঘোনা, ঈগল স্টার সংলগ্ন শাপলা আবাসিক এলাকার আশপাশের বস্তি কৈবল্যধাম ট্রেনলাইন সংলগ্ন বস্তি ও বিশ্বকলোনীসহ আকবরশাহ থানার বিভিন্ন এলাকার দুই হাজার বস্তিবাসীর মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।

এসময় মনজুর আলম বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বদা মানব সেবায় নিবেদিত। চলমান করোনা ভাইরাসের লকডাউনের শুরু থেকেই দুস্থ অসহায়দের পাশে রয়েছে এই প্রতিষ্ঠান। আর এই দুঃসময়ে কর্মহীন বস্তিবাসীরা যেন অনাহারে অর্ধাহারে জীবন যাপন না করে সেই জন্য বস্তিবাসীদের সহায়তায় এই ফাউন্ডেশন নিবেদিত। এতে আরো উপস্থিত ছিলেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম, জসিম উদ্দিন ও ওয়াহিদ মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।