মোস্তফা হাকিম ফাউন্ডেশনের অর্থায়নে সীতাকুণ্ডে নির্মিত হচ্ছে স্টিলের ব্রিজ

মোস্তফা হাকিম ফাউন্ডেশনের অর্থায়নে সীতাকুণ্ডে নির্মিত হচ্ছে স্টিলের ব্রিজ
মোস্তফা হাকিম ফাউন্ডেশনের অর্থায়নে সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নে নির্মিত হচ্ছে স্টিলের ব্রিজ

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর ও দক্ষিণ বগাচতর দুই গ্রামের মধ্যবর্তী স্থানে বদরখালী খালের বাঁশের সাঁকোর পরিবর্তে নির্মিত হচ্ছে স্টিলের ব্রিজ।

দু’গ্রামের লোকজনের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ বছরের প্রাচীন বাঁশের সাঁকোর পরিবর্তে ১০৫ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্তের একটি স্টিলের ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে প্রায় ৪০ লাখ টাকারও অধিক ব্যয় নির্ধারণ করে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের সার্বিক তদারকির দ্রুত গতিতে ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ব্রিজটির নির্মাণ বিষয়ে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম বলেন, প্রতিষ্ঠাকাল থেকে ফাউন্ডেশনের অধীনে একে একে প্রতিষ্ঠা করি স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, মন্দির ও শশ্মান সহ ৭১টি সেবাধর্মীমূলক প্রতিষ্ঠান। যা প্রতিনিয়ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তারই ধারাবাহিকতায় উত্তর ও দক্ষিণ বগাচতর এই দু’গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে মানবতার দুর্ভোগ লাগবে এই ব্রিজটি নির্মাণ করছি। আশা করি আগামী মার্চের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে।