মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ১৬শ’ প্যাকেট সেহেরি-ইফতার বিতরণ

মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ১৬শ’ প্যাকেট সেহেরি-ইফতার বিতরণ
মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ১৬শ’ প্যাকেট সেহেরি-ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।

হোটেল-রেস্তোরাঁ করোনার কারণে বন্ধ রয়েছে। মাহে রমজানে তাতে পথচারী রোজাদার ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় নগরীর ১৬ থানার পথচারী রোজাদারদের মাঝে প্রতিদিন এক হাজার প্যাকেট সেহেরী, ৬০০ প্যাকেট ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের মানবিক কার্যক্রম চালাচ্ছে আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। পহেলা রমজান থেকে মানবিক এ কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে তা আগামী ৩০ রমজান পর্যন্ত চলবে। ফাউন্ডেশনের কর্ণধার সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম মানবিক এ কার্যক্রমে সার্বিক তদারকি করছেন।

উত্তর কাট্টলীস্থ মোস্তফা-হাকিম ভবনে প্রতিদিন ১০জন বাবুর্চি ও হেলপার সমন্বয়ে রাত ১১টার মধ্যে রান্না শেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪টি জোনের গাড়ি দ্বারা নগরীর ১৬ থানা এলাকার পথচারী ও বিভিন্ন বস্তিবাসী দুঃস্থ রোজাদারদের মাঝে সেহেরীর খাবার স্ব স্ব থানা এলাকার পুলিশ সদস্যরা নিজ হাতে বিতরণ করে থাকেন। পাশাপাশি বিকাল ৪টায় প্রতিদিন মোস্তফা হাকিম ভবন থেকে রান্না করা ৬ শত প্যাকেট ইফতারি মানব সেবায় নিয়োজিত পুলিশ সদস্য ও পথচারী রোজাদারদের জন্য ১০টি পুলিশ বক্সের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত পুলিশ বক্সগুলো হচ্ছে নগরীর দেওয়ানহাট মোড়, পাঠানটুলি মোড়, বাদামতলী, বড়পোল, হাক্কানি পেট্রোল পাম্প, অলংকার মোড়, সাগরিকা, এ.কে খান ক্রসিং, আকবরশাহ ক্রসিং ও সিটি গেট।

প্রতিদিন ১৬শ’ প্যাকেট সেহেরি-ইফতার বিতরণ মোস্তফা হাকিম ফাউন্ডেশনের 2

উল্লেখ্য, গত প্রায় ২৫ বছর ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে গরীব ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। পাশাপাশি এ বছর করোনা ভাইরাস মহামারীর কারণে সীতাকুন্ড, কর্ণফুলী, পটিয়া, রাঙ্গুনিয়া, বাঁশখালী উপজেলা এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটিসহ দেশের উত্তরাঞ্চল বগুড়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট জেলায় প্রায় ৪০ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণসহ, ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বৈশ্বিক এ মহামাররি করোনাভাইরাসের কারণে দুর্যোগকালীন সময়ে মানবতার সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহযোগিতা ও আর্ত-মানবতার মহৎ সেবায় আমাদেরকে সম্পৃক্ত করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।