মেয়ে শিশু ও কিশোরীদের নিরাপত্তায় সীতাকুণ্ডে বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মেয়ে শিশু ও কিশোরীদের নিরাপত্তায় সীতাকুণ্ডে বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
মেয়ে শিশু ও কিশোরীদের নিরাপত্তায় সীতাকুণ্ডে বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোস্টকার্ড ( সীতাকুন্ড) প্রতিনিধি ।।

বুধবার দুপুর ১২টায় রেডিও সাগর গিরি, ইপসা ও গনসাক্ষরতা অভিযান আয়োজনে এবং ফরেন কমনওয়েলথ অফিস যুক্তরাজ্য সরকার এর সহযোগিতায় সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ।

উক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যেমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ দিদারুল আলম দিদার,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক দিদারুল আলম।

ইপসা উপপরিচালক নাছিমা বানু শ্যামলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রেডিও সাগর গিরি’র সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী। সভায় শুরুতে অতিথিরা মেয়ে শিশু ও কিশোরীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ও তারা যাদের দ্বারা নির্যাতিত হন তা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বেশ কিছু ছাত্রী তাদের সমস্যা নিয়ে অনুষ্ঠানে আলোচকদের কাছে প্রশ্ন করে আলোচক বৃন্দ স্ব স্ব ক্ষেত্রে উত্তর প্রদান করে করেন। পরে চারশত ছাত্রীদের মাঝে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে আলোচক বৃন্দরা বলেন, বর্তমান সরকার অনেক সচেতন, হেল্প ডেক্স নাম্বার খুলেছে পাশাপাশি সাগর গিরি’র নিজস্ব হেল্প ডেক্স নাম্বার তারা চালু করেছে সেখানে কল করলে আমরা সহয়তা প্রদান করতে পারবো। এই ধরনের হেল্প ডেক্স নাম্বার সবসময় চালু থাকে, সেগুলোতে কল করলে আপনার কাছে হাজির হয়ে যাবে পুলিশ।