যে জাতি যত বেশি সংস্কৃতি লালন করে, সেই জাতি ততো বেশি উন্নত : লায়ন ইমরান 

যে জাতি যত বেশি সংস্কৃতি লালন করে, সেই জাতি ততো বেশি উন্নত : লায়ন ইমরান 
যে জাতি যত বেশি সংস্কৃতি লালন করে, সেই জাতি ততো বেশি উন্নত : লায়ন ইমরান 

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে চট্টগ্রামের বিনোদনমূলক পত্রিকা বিনোদনের রঙ এর প্রধান সম্পাদক আলী আহাম্মেদ শাহিন এর সভাপতিত্বে বিশিষ্ট বাচিকশিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় গত ১৭ মে বুধবার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্রগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মাদ ইমরান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরি।

উদ্বোধনী বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মাদ ইমরান বলেন, যে জাতি যত বেশি সংস্কৃতি লালন করে, সেই জাতি ততো বেশি উন্নত। শতসহস্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান, যিনি না হলে আজকে এই সুন্দর বাংলাদেশ আমরা পেতাম না। তিনি সহ জাতির গর্বিত সন্তান যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন এবং যুদ্ধ পরবর্তীতে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, সংস্কৃতি মানব জীবনের জন্য একটি সাগর স্বরূপ যেখানে ধর্ম, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আনন্দ সবকিছুই জড়িত। আমরা নিজেকে যদি শুদ্ধ করতে চাই তাহলে সংস্কৃতি চর্চা করতে হবে। যে পরিবার, যে সমাজ, যে জাতি এবং যে দেশ যতবেশি সংস্কৃতি চর্চা করে সেই পরিবার, সমাজ, জাতি এবং দেশ ততো বেশি  উন্নতি লাভ করে। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ম্যাধমে সংস্কৃতিকে পালন করা উচিৎ। 

বিনোদনের রঙ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ন সম্পাদক হাসান জাহাঙ্গীর, বিনোদনের রঙ এর প্রধান উপদেষ্টা লায়ন এম এ মুছা বাবলু, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, আবৃ্ত্তি শিল্পি ও গীতিকবি এনায়েত হোসেন পলাশ, লায়ন ইসমত আরা নিলিমা, বিশিষ্ট গীতিকার সুরকার ইকবাল হায়দার। 

খালেদ / পোস্টকার্ড ;