যশোদা হাসপাতাল হাইদ্রাবাদের সীতাকুণ্ডে তথ্য ও সেবা কেন্দ্র চালু

যশোদা হাসপাতাল হাইদ্রাবাদের সীতাকুণ্ডে তথ্য ও সেবা কেন্দ্র চালু
যশোদা হাসপাতাল হাইদ্রাবাদের সীতাকুণ্ডে তথ্য ও সেবা কেন্দ্র চালু

এম কে মনির, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।।

ভারতের হাইদ্রাবাদের বিখ্যাত হাসপাতাল যশোদার তথ্য ও সেবা কেন্দ্র সীতাকুণ্ডে চালু করা হয়েছে ।এ উপলক্ষে শনিবার সীতাকুণ্ড পৌরসভার আল-আমিন রেস্তোরায় যশোদা হাসপাতাল হায়দ্রাবাদ, চট্রগ্রাম তথ্য কেন্দ্রের আয়োজনে এবং গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি সীতাকুণ্ড উপজেলার সহযোগীতায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সোসাইটির সভাপতি ডাঃএস পি দাশ এর সভাপতিত্বে উক্ত সভায় রোটারিয়ান মৃণাল কান্তি দত্ত, হেড, যশোদা হাসপাতাল চট্রগ্রাম তথ্য কেন্দ্র আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং যশোদা হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধাসমূহ উপস্থাপন করেন।

তিনি যশোদা হাসপাতালের এডভান্সড রেডিও থেরাপী, ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি ও এডভান্সড লিভার ডিজিস ম্যানেজমেন্ট ও অত্যাধুনিক সেবাসমূহ নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক ডাঃমানিক শীল, ডাঃলিটন কুমার নাথ, সৌমিত্র চক্রবর্তী ও লিটন চৌধুরী ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গ্রাম ডাঃঐক্য কল্যাণ সোসাইটি সীতাকুণ্ড উপজেলার সদস্যগণ এবং জয় বড়ুয়া, ম্যানেজার (মার্কেট প্ল্যানিং এন্ড ডেবেলপমেন্ট) যশোদা হাসপাতাল চট্রগ্রাম তথ্য কেন্দ্র। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন যশোদা হাসপাতাল চট্রগ্রাম তথ্য কেন্দ্রের সীতাকুণ্ড প্রতিনিধি তুষার চৌধুরী।