রাশিয়া অনুমোদন দিলো বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন, ঘোষণা পুতিনের

রাশিয়া অনুমোদন দিলো বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন, ঘোষণা পুতিনের
রাশিয়া অনুমোদন দিলো বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন, ঘোষণা পুতিনের

পোস্টকার্ড আন্তর্জাতিক ডেস্ক ।।

স্বয়ং নিজের কন্যা ওই ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মানবদেহে দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর বিজ্ঞানভিত্তিক সুফল পেয়ে পৃথিবীর প্রথম দেশ হিসেবে নিজেদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন বাজারে ছাড়ার লড়াইয়ে সবার আগে নিজেদের নাম লেখাতে তার দেশ সফল হয়েছে বলে জানান পুতিন। 

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সরকারি সভায় রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে উদ্ভাবিত ওই ভ্যাকসিন নিরাপদ এবং তার নিজের এক কন্যার শরীরে সেটি প্রয়োগ করা হয়েছে।


'আমি জানি, এটি যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করে, প্রবল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এবং আবারও বলছি, প্রয়োজনীয় সকল পরীক্ষাতেই এটি উৎরে গিয়েছে,' বলেন পুতিন।

সূত্র: রয়টার্স