রাসেল হত্যা ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা - জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক ।।

রাসেল হত্যা ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা  - জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা
রাসেল হত্যা ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা - জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা

এম মনজুর আলম বলেছেন, শিশু রাসেল হত্যা বিশ্ব ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের নৃশংসতা ও বর্বরতা বিশ্ব মানব সভ্যতার বিপরীতে সবচেয়ে জঘন্যতম ভয়াবহ কলঙ্কিত অধ্যায়। এই কলঙ্কিত অধ্যায়ের খলনায়করা মানব সভ্যতার শত্রু। আমরা রাসেল পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাবেক মেয়র মনজুর আলম বলেন, বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য একটি অনুপ্রেরণার নাম। এ দেশের নাগরিক হিসেবে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা আমাদের দায়িত্ব। আমরা রাসেল পরিষদের সভাপতি নাভিদ আব্দুল্লাহ মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা-হাকিম ডিগ্রি কলেজের প্রভাষক সত্যজিত বড়ুয়া, মোস্তফা-হাকিম স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

আমরা রাসেল পরিষদ খুলশী থানা : শহীদ শিশু রাসেলের জন্মদিন উপলক্ষে আমরা রাসেল পরিষদ খুলশী থানা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার নাসিরাবাদস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। খুলশী থানা ছাত্রলীগ নেতা তাওসিপ আহম্মেদের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোহাম্মদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন খন্দকার, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদুল আলম অপু। আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা হাজী নাছির উদ্দিন, মো. জাহেদ হোসেন টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহিন মোল্লা, ইউছুপ খান হাসান, মো. শাকিল আহম্মেদ ইমরান, মো. সাজ্জাদ হোসেন রবিন, মো. তারেকুল ইসলাম পারবেজ, মো. জাহিদ হোসেন রাকিব, মো. জামিল শাহরিয়ার, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম বাবু, মো. আরাফাত হোসেন, মো. রাইসুল ইসলাম, দূর্জয় বিশ্বাস, ইরফানুল ইসলাম অন্তর প্রমুখ।
মুজিব সেনা : মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা সুপ্রভাত স্টুডিও হলরুমে সংগঠনের নগর সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মুজিব সেনা চট্টগ্রাম জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন খোকা। নেতৃবৃন্দ বলেন, ’৭৫ সালের সেই কালো রাত্রিতে এদেশীয় কুলাঙ্গাররা বঙ্গবন্ধুর সাথে তাঁর নিষ্পাপ রাসেলকে নির্মমভাবে হত্যা করে নিজেদেরকে ও দেশের মাটিকে কলঙ্কিত করেছে। সভায় রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মুজিব সেনার সহ-সভাপতি গোলাম মোস্তফা মোস্তাক, ওসমান গণি আলমগীর, মাহাবুব আলম, সাদেকুর রহমান সাদেক, ফসিউল আলম সমীর, ইসমাইল আজাদ, রুমকি সেনগুপ্তা, শেখ হারুন, ডা. জামাল উদ্দিন, সাইফুল আলম, মো: আসাদ, আসলাম কামাল, জিএম দীপু, ইমরান মাহমুদ, আনোয়ার আনসারী লিটন, মাইনুদ্দিন মনু, নার্গিস আক্তার নিরা, কামরুল হাসান, মো: মানিক, তারেক সোহেল, মমতাজ বেগম, মো: কামাল, কামাল হোসেন, আরিফুল ইসলাম, মো: হিরু, রায়হান, জাহিদ হোসেন, নুরুজ্জামান লিটন, আনোয়ার, ওয়াহিদুজ্জামান জাহেদ, আসিফুল ইসলাম, শাহ নেওয়াজ, ডা. আবদুল মান্নান, সোহেল পারভেজ, রিপন দে, জেসমিন আক্তার জেসমিন, সৈয়দ ইসমাইল, ফাতেমা নাসরিন প্রিমা, হানিফ লিটন, মো: হারুন, মোরশেদ প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপন করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের নৃশংসতা ও বর্বরতা বিশ্ব মানব সভ্যতার বিপরীতে সবচেয়ে জঘন্যতম ভয়াবহ কলঙ্কিত অধ্যায়। এই কলঙ্কিত অধ্যায়ের খলনায়করা মানব সভ্যতার শত্রু। এরা বঙ্গবন্ধুর শিশু-সন্তান শেখ রাসেলকেও প্রাণভিক্ষা দেয়নি। শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালনোপলক্ষে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। মুখ্য আলোচকের বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর শিশু সন্তান নিষ্পাপ শেখ রাসেলকে যারা হত্যা করেছেন তারা এতই হৃদয়হীন যে তাদের কোলে নিজের সন্তানও নিরাপদহীন। এমন হৃদয়হীন বর্বর এখনও আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজামুল ইসলাম সরফী।প্রেস বিজ্ঞপ্তি।