লোহার পাত মাথায় পড়ে সীতাকুণ্ডে শ্রমিক নিহত

সীতাকুন্ড প্রতিনিধি ।।

লোহার পাত মাথায় পড়ে সীতাকুণ্ডে শ্রমিক নিহত

জাহাজভাঙা প্রতিষ্ঠানে কাজ করার সময় লোহার পাত মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে সীতাকুণ্ডে ।

সীতাকুণ্ডে ভাটিয়ারি এইচএম শিপব্রেকিং ইয়ার্ডে রোববার (৬ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম রবিউল ইসলাম(২২)।তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর গ্রামে। তারা বাবার নাম হায়াত ফকির।

জানা গেছে, রোববার মধ্যরাতে এইচএম শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার কাজ করছিল। ওই সময় রবিউলের মাথায় হঠাৎ লোহার একটি ভারী পাত পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে মডেল থানার ওসি তদন্তÍ শামীম শেখ বলেন,‘ ইয়ার্ডে কাজ করতে গিয়ে মাথায় রডের আঘাতে আহত শ্রমিকের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে গত জুনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে না মেনে পরিবেশের ক্ষতি করায় এইচএম শিপ ব্রেকিং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল এইচএম শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষকে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সে সময় জানিয়েছিলেন, বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে না মানায় শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।