যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে ভালোবাসায় বেঁচে থাকবেন বঙ্গবন্ধু: দিদারুল আলম এম পি

মোহাম্মদ আলাউদ্দীন ।।

যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে ভালোবাসায় বেঁচে থাকবেন বঙ্গবন্ধু: দিদারুল আলম এম পি
যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে ভালোবাসায় বেঁচে থাকবেন বঙ্গবন্ধু: দিদারুল আলম এম পি
সংসদ সদস্য দিদারুল আলম বলেছেন, ১৫ আগস্টের কালো রাতে ঘাতকেরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বুলেট দিয়ে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙালির হৃদয়ে চিরদিন ভালোবাসায় বেঁচে থাকবেন তিনি।
 
উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডশনের উদ্যাগে গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সহযোগিতায় পিইসি এবং জেডিসি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান করা হয়।
 
দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সেই সোনার বাংলা বিনির্মাণের কাজ চলছে। তার সাহসী নেতৃত্বেই বাংলাদেশ এখন উন্নত দেশের কাতারে উন্নীত হতে সক্ষম হয়েছে।
 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, যারা শিক্ষা জীবনে ভালো করে পড়াশোনা করে তারা বড় হয়ে সমাজে ভালোভাবে আলো জ্বালাতে পারে। দেশের জন্য অবদান রাখতে পারে। পড়াশোনর মাধ্যমে সমাজকে বদলাতে পারে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে পড়াশোনার কোন বিকল্প নেই।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ, সহ সভাপতি লোকমান আহাম্মদ, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও ভিপি মোহাম্মদ জাহিদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আবু হেনা নাজিম উদ্দিন প্রমুখ।
 
উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, আবু ছগির, লায়লা নাজনীন রব, মোস্তফা-হাকিম কেজি স্কুলের প্রধান শিক্ষক মহিব্বুর রহমান, মোস্তফা-হাকিম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।
 
অনুষ্ঠানে বৃত্তি হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ ৭ লাখ টাকা বিতরণ করে।