সীতাকুন্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্ক্র্যাপ ডিপোতে দুর্বৃত্তের হানা-লুট

সীতাকুন্ডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্ক্র্যাপ ডিপোতে দুর্বৃত্তের হানা-লুট

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডের স্ক্র্যাপ লোহার এক ডিপোয় হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় কয়েকজন যুবক। তারা প্রতিষ্ঠানটির ছয়জনকে পিটিয়ে আহত করে ১০ লাখ টাকা লুট করেছে। প্রতিষ্ঠানের মালিক হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাদামবিবিরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এফএম এন্টারপ্রাইজের লোহার ডিপোয় কাটিংয়ের সময় আগুনের ফুলকি ছিটকে পড়ে ডিপোর খড়ের গাদায়। এতে সব খড় পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার অজুহাতে স্থানীয় যুবক বাদল, আবদুস সামাদ, আবছার ও সুলতানের নেতৃত্বে কয়েকজন প্রতিষ্ঠানের ম্যানেজার আমজাদ হোসেন আরিফসহ সবাইকে মারধর করে ১০ লাখ টাকা লুট করে।  প্রতিষ্ঠানের মালিক মো. জাহেদ হোসেনের অভিযোগ, হামলাকারী যুবকরা প্রায়ই নানা অজুহাতে আর্থিক সহযোগিতা দাবি করত। তাদের চাহিদা পূরণ না করায় তারা ক্ষিপ্ত ছিল। গতকালের অগ্নিকাণ্ডের পর তারা পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট করেছে। পরে পুলিশে খবর দিলে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। ওই রাতেই তিনি মামলা করেন। 

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মো. জাহেদ হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।’