নিজের একমাত্র আয়ের উৎস সিএনজি হারিয়ে দিশেহারা আনোয়ারার টিপু

নিজের একমাত্র আয়ের উৎস সিএনজি হারিয়ে দিশেহারা আনোয়ারার টিপু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।। 

সারাদিন  সিএনজি গাড়ী চালায় টিপু। গত ৭ মাস আগে ২ লাখ ৮০ হাজার টাকা লোন করে ২০০ সিসির সিএনজি অটোরিকশা কিনে নেন টিপু। তার একমাত্র এই আয়ের উৎস এই সিএনজি গাড়ী।

বুধবার (২২ নভেম্বর) রাতের আঁধারে তার সিএনজি অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এদিন রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার ছিরাবটতলীর বখতিয়ার পাড়া থেকে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিএনজি চালক বটতলী  ইউনিয়নের মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার টিপু সুলতান দাওয়াত খেতে উপজেলা ছিরাবটতলী গ্রামের আকবর আলী জামে মসজিদের পাশে গাড়ি রেখে বোনের বাসায় যায়। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে এসে দেখে তার গাড়ি চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চালক টিপু সুলতান বলেন, আমি ৭ মাস আগে ২ লাখ ৮০ হাজার টাকা লোন করে ২০০ সিসির সিএনজি অটোরিকশা কিনেছি। এখনো পুরো ঋণ রয়ে গেছে। শেষ সম্বলটুকু চুরি হয়ে গেল। আমি এই টাকা কিভাবে শোধ করবো? 

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, বিষয়টি আমি জানিনা। অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড  ;