শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন মেয়র নাছির

শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন মেয়র নাছির
শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিলেন মেয়র নাছির

পোস্টকার্ড ডেস্ক ।।

ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। দেশব্যাপী বই বিতরণ উৎসবের অংশ হিসেবে আজ বুধবার (১ জানুয়ারি) প্রথম সকালে অংকুর সোসাইটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন তিনি। মেয়র স্কুলের প্রতি ক্লাসরুম ঘুরে ঘুরে  নতুন বই পাওয়া শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার বছরের প্রথম দিনে তোমাদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এটা অনেক ভাগ্যের বিষয়। তোমাদের পূর্ববর্তী প্রজন্ম মানে তোমাদের বড়রা যারা আজ কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের এমন সৌভাগ্য হয়নি। বছরের দুই তিন মাস চলে যেত স্কুলে বই আসতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে তোমরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছ। বছরের প্রথম দিন থেকেই তোমরা লেখাপড়া শুরু করার সুযোগ পাচ্ছ। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আগামী বাংলাদেশের নেতৃত্বদানকারী। এই শিশুদেরকে আগামী সময়ের জন্য প্রস্তুত করে তুলতে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানে তাদেরকে বিশ্ব শিশু হিসেবে গড়ে তুলতে হবে ‘ এ সময় অংকুর সোসাইটি স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।