শিবচর লকডাউন ,চার এলাকার প্রবেশ ও বাহির পথ বন্ধ

শিবচর লকডাউন ,চার এলাকার প্রবেশ ও বাহির পথ বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।।

শিবচরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৪টি এলাকায় প্রবেশ ও বাহিরের সব পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেওয়া ৪টি এলাকা হলো শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম।

বন্ধ রয়েছে ওই এলাকার অধিকাংশ দোকানপাট। শুক্রবার দুপুরে শিবচর থানায় জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নূরে আলম মিনা।

তিনি আরও জানান, এসব এলাকার সবাইকে আলাদা থাকতে বলা হয়েছে। যদি কারও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশকে ফোন করলে পুলিশ বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌঁছে দেবে। এ ছাড়া জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশফেরত সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য কাজ করছে। জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও জেলা প্রশাসনও মাঠে নেমেছে। ওই ৪টি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জেলা প্রশাসনের তথ্য মতে, চলতি মার্চ মাসে জেলায় ২ হাজার ৯২৭ জন প্রবাসী চীন, ইতালি, স্পেন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরসহ শিবচরে বিভিন্ন এলাকায় নিজ বাড়িতে এসেছেন। এর মধ্যে শিবচর উপজেলায় ৬৬৪ জন রয়েছেন। তাদের মধ্যে মাত্র ৮০ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে বাকিরা অনায়াসে ঘোরাফেরা করছেন বিভিন্ন স্থানে। এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিবচর উপজেলার যে চারটি এলাকায় করোনাভাইরাসের শঙ্কা বেশি রয়েছে সেই এলাকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ রয়েছে।