শ্রীলঙ্কার মতো হবে না বাংলাদেশের অবস্থা : আইএমএফ 

শ্রীলঙ্কার মতো হবে না বাংলাদেশের অবস্থা : আইএমএফ 
শ্রীলঙ্কার মতো হবে না বাংলাদেশের অবস্থা : আইএমএফ 

বিশেষ প্রতিবেদক, ঢাকা ।। 

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দল । এ দেশের অবস্থা কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। বর্তমানে রিজার্ভের যে অবস্থা তা অনায়াসে তিন মাসের জন্য পণ্য আমদানি করতে পারবে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তা অন্য দেশের তুলনায় অনেক ভালো। ১৫ দিনের সফর শেষে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রতিনিধি দলের নেতা রাহুল আনন্দ।

তিনি বলেন,‘বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। এ কথা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের সঙ্গে আমাদের দীঘদিনের সম্পর্ক। এ সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বমূলক। এ সম্পর্কের ভিত্তিতে ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। তবে হ্যাঁ, ভ্যাট আইন আরও আধুনিকায়ন করতে বলা হয়েছে। যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ভ্যাটের আওতা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করা যায়। সরকারের মধ্যে যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে তা কাটিয়ে উঠে যুগোপযোগী করার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

কোন ধরনের শর্ত আরোপ করা হয়েছে- এ প্রশ্নে রাহুল আনন্দ জানান, শর্ত নয়, কর্র্মসূচির আওতায় বেশকিছু বিষয় অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশ রাখা হয়েছে। 

অপর এক প্রশ্নের জবাবে আইএমএফ দলনেতা জানান, বাংলাদেশে বেশকিছু সমস্যার মধ্যে দীর্ঘমেয়াদে কিছু গুরুতর কাঠামোগত সমস্যা রয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। সফলভাবে এলডিসি উত্তরণে অতীতের সফলতার ওপর ভর দিয়ে এগিয়ে যেতে হবে। কাঠামোগত সমস্যাগুলো আমলে নিতে হবে। 

ঋণের প্রেক্ষাপট নিয়ে এক প্রশ্নের জবাবে রাহুল জানান, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার ও বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টিকারী উপাদান ঠেকাতে নতুন এ ঋণ দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে। এর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব উন্নয়নে সহায়তা দিতে কাঠামোগত পরিবর্তনেও জোর দেওয়া হয়েছে। 

সরকারের অনুরোধে গত ২৬ অক্টোবর রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। সফরকালে বাংলাদেশ ব্যাংক, আন্তঃমন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তারা। আলোচনা শেষে বুধবার ঋণের বিষয়ে সমঝোতার কথা জানায়। এদিন রাতে প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করার কথা।

খালেদ / পোস্টকার্ড;