বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ – সীতাকুন্ডে নেদারল্যান্ডের রাষ্ট্রদ্রুত হেরী ভারউজী

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ – সীতাকুন্ডে নেদারল্যান্ডের রাষ্ট্রদ্রুত হেরী ভারউজী
বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ – নেদারল্যান্ডের রাষ্ট্রদ্রুত হেরী ভারউজী

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে । বাংলাদেশের এই এগিয়ে যাওয়া চলতেই থাকবে। বাংলাদেশ-নেদারল্যান্ডযৌথ উদ্দ্যোগে পরিচালিত বি.এম এর্নাজি,বি.এম কন্টেইনার ও স্মার্ট জিন্সও দেশের উন্নয়নে অনেক অবদান রাখছে। বর্তমান বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড মান্দারীটোলা সাগর উপকুল এলাকার বি.এম এনার্জি ওসোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস্ এলাকার বি.এম কন্টেইনার ডিপোপরিদর্শনকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদ্রুত হেরী ভারউজী।

এ সময়উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের বাংলাদেশস্থ অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মুন্নুজানখানম,রাষ্ট্রদ্রুতের অফিস সহকারি ওমর হেগেজ,স্মার্ট জিন্স,বি.এম এনার্জি ওবি.এম ডিপোর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান,বি.এম ডিপোর ই.ডিঅবসর প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হায়দার,পরিচালক আবিদুররহমান,আসিকুর রহমান,জেনারেল ম্যানেজার নাজমুল আক্তার খান,ডেপুটি জেনারেলম্যানেজার নুরুল আকতার,এডমিন ম্যানেজার খালেদুর রহমান,সিকিউরিটিম্যানেজার (অব)এ.এস.পি মাকফারুল ইসলাম,এক্সকিউটিভ অফিসার মো.এজাহারমিয়া ও ডেপুটি ম্যানেজার জসিম উদ্দীন ।