সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের ফরম নিলেন ছালাম হেলাল, বাদলপত্নীসহ ৬ জন, তিনদিনে ১৩ মেয়র ও ৩৩২ জন কাউন্সিলর প্রার্থীর ফরম সংগ্রহ

সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের ফরম নিলেন ছালাম হেলাল, বাদলপত্নীসহ ৬ জন, তিনদিনে ১৩ মেয়র ও ৩৩২ জন কাউন্সিলর প্রার্থীর ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক ।।

গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন আরো ৬ জন। অপরদিকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৭ জন। গত তিন দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৩৩২ জন নেতা।

গতকাল মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জহুর আহমদ চৌধুরীর পুত্র-নগর আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দীন চৌধুরী, চান্দগাঁও-বোয়ালখালী আসনের প্রয়াত সাংসদ মাঈন উদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, নিরাপত্তা বিশ্লেষক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী নাগরিক কমিটির সদস্য সচিব মেজর (অব) মোহাম্মদ এমদাদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রেখা আলম চৌধুরী এবং মো. ইনসান আলী।

গত তিনদিনে মোট ১৩ জন মেয়র প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে গতকাল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড থেকে সুমন চৌধুরী, ১১ নং ওয়ার্ড থেকে সুজিত দাশ, ৩২ নং ওয়ার্ড থেকে জাবেদুল আলম সুমন, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে মোহাম্মদ ইলিয়াস, ২৪ নং ওয়ার্ড থেকে জাবেদ নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড থেকে আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড থেকে মাসুদ খান, ৩৯ নং ওয়ার্ড থেকে হাজী জিয়াউল হক সুমন, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড থেকে মোঃ আতিকুর রহমান ও মো. সেলিম উদ্দিন জয়। এদিকে ২১ নং জামালখান, ১৪ নং লালখান বাজার ও ১৫ নং বাগমনিরাম সংরক্ষিত ওয়ার্ড থেকে মনোনয়ন নিয়েছেন জাফরিন সুলতানা জেরিন পম্পী।