সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত গৃহবধূ ৯নং ওয়ার্ডের হারুনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস শাকিলা (২৭) রবিবার বাদী হয়ে মুরাদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার রিজিয়া বেগম (৪০)কে অভিযুক্ত করে সীতাকুণ্ড থানাসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

আহত গৃহবধূ শাকিলা জানান, গত ১১ই সেপ্টেম্বর বিকাল ৪টায় মুরাদপুর ইউনিয়ন পরিষদে আমার শাশুড়ি সালেহা বেগম পৈতৃক সম্পত্তি নিয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করেন। উপরোক্ত বিবাদী ৪নং ইউপি সদস্য তাদের কাছে বিচার মীমাংসা করে দেবে বলে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে বিবাদী রিজিয়া বেগম, জান্নাতুল ফেরদৌসকে মারধর করে। তাদেরকে হুমকি দিয়ে বলে ‘মামলাটা আমি কোনো দিন পরিষদে সমাধান হতে দিবো না।’ পরে আহত অবস্থায় তার স্বামী তাকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মহিলা মেম্বার রিজিয়া বেগমকে ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খালেদ / পোস্টকার্ড ;